হারাম জিনিসকে কেন সুন্দর নাম দেয়া হয় ?


শয়তানের একটি কৌশল হলো খারাপ কাজগুলোকে শ্রুতিমধুর নাম দেওয়া যাতে মানুষবিভ্রান্ত হয়ে সেগুলোতে লিপ্ত হয়। এভাবে সে বাস্তবতাকে বিকৃত করে উপস্থাপন করে। উদাহরণস্বরূপ আদম (a)-এর জন্য নিষিদ্ধ গাছটিকে শয়তান। বলেছিল চিরস্থায়ী জীবনের গাছ যাতে আদমের কাছে তা লোভনীয় লাগে


فَوَسْوَسَ إِلَيْهِ الشَّيْطَانُ قَالَ يَا آدَمُ هَلْ أَدُلُّكَ عَلَى شَجَرَةِ الخُلْدِ وَمُلْكِ لَّا يَبْلَى


অতঃপর শয়তান তাকে কুমন্ত্রণা দিল বলল হে আদম আমি কি তোমাকে বলে দিব অনন্ত জীবনপ্রদ গাছ এবং অক্ষয় রাজত্ব সম্পর্কে?


(সূরাহ ত্বা হা 20:120 )


ইবনুল কাইয়িম (র:) উল্লেখ করেছেন হারাম জিনিসগুলোকে সুন্দর সুন্দর নাম দেওয়ার এই স্বভাবটি শয়তানের কাছ থেকে তার অনুসারীরাও লাভ করে। যেমন মদকে ডাকা হয় সকল আনন্দের জননী  সুদকে বলা হয় ব্যবসায়িক লেনদেন খাজনা-করকে ডাকা হয় সরকারের অধিকার।


আর এই যুগে সুদকে বলা হয় লভ্যাংশ নাচ-গান-নাটককে বলা হয় শিল্প।

মন্তব্যসমূহ