হে আদুরী মেয়ে !

বিশ্বাস করো, নির্লজ্জ ও চরিত্রহীন মেয়েকে কেউ কনে হিসেবে গ্রহণ করতে চায় না। এমনকি ঐ লম্পটও না; যে বিয়ের প্রলোভন দেখিয়ে কোন শরীফ ঘরের সম্ভ্রান্ত মেয়েকে বিপথগামী করতে সক্ষম হয়েছে। মেয়েটি যখন তার ফাঁদে পড়ে নিজের সব হারিয়ে পথহারা হলো, তখনি সে অন্য কোন সতী মেয়ের সাথে প্রণয়ের চেষ্টায় গোপনে কেটে পড়ে ।


তুমি কি জানো এর কারণ? কারণ, সে কখনো চায় না কোন পতিতা ও নষ্টা মেয়ে তার গৃহিণী ও সন্তানের মা হোক ।

মন্তব্যসমূহ