ছোটরা বড় হতে চায়। বুড়োরা ছোট হতে চায়। বেকার কাজের খোঁজে পেরেশান, কর্মজীবী কাজের চাপে হয়রান। ধনী সম্পদ সামলাতে ক্লান্ত, আর গরিব দারিদ্র্যের কষাঘাতে জর্জরিত। পরাজিতের মনে বেদনা, বিজয়ীর মনেও সুখ নেই। সন্তানের চিন্তায় পিতার চোখে ঘুম নেই, আবার সন্তানহীন দম্পতি সন্তান লাভের চেষ্টায় দিশেহারা। দৈহিক সৌন্দর্য থেকে বঞ্চিত ব্যক্তির দিলে শান্তি নেই আবার সৌন্দর্যের নিয়ামত যে পেয়েছে, তারও দেখি সমস্যার অন্ত নেই। তারা কি তাকদির নিয়ে হতবুদ্ধ, না খোদ তাকদিরই তাদের অবস্থা দেখে হতভম্ব।
মন্তব্যসমূহ