একশ্রেণির মানুষ আছে, যারা আপনাকে মানসিকভাবে বিপর্যস্ত করে তোলে। আপনাকে নিয়ে ঠাট্টা-বিদ্রূপ করে। বন্ধুদের সামনে আপনাকে ছোট করে। তাদের এমন আক্রমণে ‘আল-জাব্বার’ যদি আপনার পাশে না থাকতেন এবং আপনাকে মানসিকভাবে শক্তি না জোগাতেন তবে আপনি মাটির সঙ্গে পিষে যেতেন। তারা আপনার দুচোখে ঢুকে আপনার স্বপ্নগুলো চুরি করতে চায়। আপনার অন্তরে প্রবেশ করে স্মৃতিগুলো মুছে ফেলতে চায়। তবে যখনই আপনার একটা স্বপ্ন নিভে যায় তখনই আল্লাহ আপনার জন্য আরেকটা স্বপ্ন সৃষ্টি করে দেন। যখনই আপনার হৃদয় থেকে একটা স্মৃতি মুছে যায় তখনই ‘আল-জাব্বার' আরেকটা স্মৃতি আপনার মনে উদিত করেন।
মন্তব্যসমূহ