In the hands of the Palestinians,


In the hands of the Palestinians, there are no weapons as heavy as RPGs, few drones, and guns; however, in the prevalent guerrilla warfare, Muslims have surpassed conventional weaponry with strategic acumen. Historically, Muslims were not more advanced in weaponry than their adversaries, but their faith propelled them to victory. Jews have forgotten that during the Battle of Badr, a massive angelic force intervened globally in support of Muslims. Those who assist Muslims in various battles until the Day of Judgment will transcend. In the Battle of Badr, the Quraysh polytheists saw angelic beings resembling demons behind the Companions, a sight recently witnessed by Israeli Jews. Victory will come, Insha'Allah.

ফিলিস্তিনিদের হাতে আরপিজি, অল্প কিছু ড্রোন আর বন্দুক ছাড়া লিটারেলি তেমন ভারী অস্ত্র নেই। কিন্তু মুসলিমদের এই আক্রমণ প্রচলিত গেরিলা যুদ্ধের সব হিসেব নিকেশ উড়িয়ে দিয়েছে । আসলে ইতিহাসে কখনো মুসলিমরা অস্ত্রে শত্রুদের চেয়ে উন্নত ছিল না। কিন্তু যুদ্ধ বিজয়ের কারণ ছিল তাদের ঈমান। 

ইহুদিরা ভুলে গেছে বদর যুদ্ধে ফিরিশতাদের বিশাল একটি দল দুনিয়াতে মুসলিমদের সহায়তায় অবতীর্ণ হয়েছিল। যারা কেয়ামত পর্যন্ত মুসলিমদের বিভিন্ন যুদ্ধে সহযোগিতা করে যাবে। বদর যুদ্ধে কুরাইশ কাফেররা সাহাবিদের পিছনে দৈত্য সদৃশ ফেরেশতাদের দেখেছিল। যা ইজরাইলের ইহুদিরা নতুন করে প্রত্যক্ষ করলো । বিজয় আসবেই ইনশাআল্লাহ

মন্তব্যসমূহ